
মুসাইব হাসান সায়ীদ,ঢাকা॥রাজপথের সংগ্রামী নেতা, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকনের জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে গত ৫ নভেম্বর। দিনভর চলা নানা আয়োজনে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মী, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা। তাঁকে ঘিরে পুরো দিনজুড়ে ছিল অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতার বন্যা।
ছাত্ররাজনীতির উত্তাল সময় পেরিয়ে লিপকন আজ রাজপথের সাহসী এক প্রতীক। তাঁর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নতুন উদ্যমে সংগঠিত হয়েছে— গণতান্ত্রিক অধিকার আদায়ে রাজপথে আন্দোলন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিতে অর্জন করেছে নবমাত্রা।
নেতাকর্মীদের ভাষায়— “লিপকন ভাই শুধু নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর কণ্ঠে প্রতিবাদের অগ্নিস্বর, চোখে ভবিষ্যতের দীপ্তি, আর মনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ— একটি মুক্ত, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন।”
জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে আয়োজন করা হয় দোয়া মাহফিল, কেক কাটা অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি ও সামাজিক সেবামূলক কার্যক্রম। এসব আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সফলতা কামনা করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লিপকনের দৃঢ় নেতৃত্ব ও সংগঠনের প্রতি নিষ্ঠা ছাত্রদলের রাজনীতিতে নতুন গতি এনেছে। তাঁর হাত ধরে ঢাকা উত্তর ছাত্রদল এখন শুধু একটি সংগঠন নয়, বরং সাহস, আদর্শ ও ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
শুভ জন্মদিনে সহযোদ্ধা ও তরুণ শিক্ষার্থীরা পুনরায় প্রতিজ্ঞা করেছেন— লিপকনের নেতৃত্বে ছাত্রদল আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতান্ত্রিক, স্বনির্ভর ও শক্তিশালী বাংলাদেশ গঠনের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :