
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাশন উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ভোলা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের আবদুল হাকিম আলী বকসি বাড়ি দরজা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ও আব্দুল্লাহপুর ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা আবু তাহের।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান বকসি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজ বকসি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বাকের সর্দার, ফরিদ বকসি, যুবদল নেতা বাহাউদ্দীন বকসি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাত্তার মুন্সীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।
এসটি/এম
আপনার মতামত লিখুন :