সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ভোলার চার আসনে জাকের পার্টির প্রার্থী ঘোষণা


Songbad Times প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন /
ভোলার চার আসনে জাকের পার্টির প্রার্থী ঘোষণা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাকের পার্টি। সম্প্রতি দলটির হাইকমান্ডের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মনোনয়নের তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ সংসদীয় আসনে জাকের পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এইচ এম মাসুম বিল্লাহ।

ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত ভোলা-১ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ভোলা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাব্বি হাসান মোল্লা।
এছাড়া লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ সংসদীয় আসনে জাকের পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তজুমদ্দিন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আহসানুল হক মমিন।

ভোলার সর্বদক্ষিণে অবস্থিত চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা-৪ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন চরফ্যাশন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও কুয়েতপ্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন জুয়েল মুন্সী।

জাকের পার্টির নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

এসটি/এম