
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তার স্বজনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে আছমা বেগম (২৬) নামে এক নারী দালালকে আটকের পর জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল চত্বর থেকে নৌবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আটক আছমা বেগম চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.ইউসুফের স্ত্রী।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, চরফ্যাশন হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাসপাতালের পরিবেশ নষ্ট করে সাধারণ রোগীদের হয়রানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাকসহ নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :