সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

বাউফলে পৌর বিএনপির সভাপতি স্বপদে বহাল


Songbad Times প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন /
বাউফলে পৌর বিএনপির সভাপতি স্বপদে বহাল

মো. দুলাল হোসেন, বাউফল প্রতিনিধি:পটুয়াখালী বাউফল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনরায় স্ব পদে বহাল করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকালে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মজিবর রহমান টোটনের স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে যে অব্যাহতিপ্রদান করা হয়েছিল, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে তা পুনর্বিবেচনা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেইঅব্যাহতি প্রত্যাহার করে আপনাকে পুনরায় স্ব পদে পূর্ণ বহাল করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকেদলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন দল এপ্রত্যাশা করে।

স্ব পদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করে হুমায়ুন কবির বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। পটুয়াখালী জেলা বিএনপি থেকে আমাকে একটি প্রজ্ঞাপন পাঠানো হয়েছে, যা ৩০ নভেম্বর স্বাক্ষরিত।

দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ।ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

এসটি/এম