
মো. দুলাল হোসেন,বাউফল প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর এলাকায় অনুমোদনহীন একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার নুরাইপুর এলাকার এমএবি নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ইট উৎপাদন করে আসছিল ভাটাটি। পরিবেশের ক্ষতি ও নিয়মবহির্ভূতভাবে ভাটা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ভাটা পরিচালনায় দায়িত্বরত ম্যানেজার তাপস পালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, কিছু গোপন সূত্রে জানতে পারি কোনো রকম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইটভাটা চলছে ।পরবর্তীতে আমরা অভিযান চালিয়ে সত্যতা পাই । এটা ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ লঙ্ঘন করেছে।আইন অমান্য করে অনুমোদনহীনভাবে ভাটা পরিচালনা করায় এ শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :