
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥প্রাণিসম্পদ খাতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ের স্বর্ণপদক পেয়েছেন ভোলার চরফ্যাশনের আবুবকরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নারী উদ্যোক্তা পিংকি বেগম।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে “প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে স্বর্ণপদকটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী। প্রধান অতিথি হিসেবে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খাঁন পিংকি বেগমকে পদক প্রদান করেন। তিনি বলেন, “পিংকি বেগমের কর্মযাত্রা দেশের অন্যান্য নারীদের জন্য প্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত। পশুপালন, খামার পরিচালনা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর অবদান প্রশংসনীয়।”
স্বর্ণপদক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পিংকি বেগম বলেন, “উদ্যোক্তা হওয়ার পথ কখনো সহজ ছিল না। নানা বাধা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছি। এই অর্জন শুধু আমার নয়—চরফ্যাশনের সকল নারীর সম্মান।” তিনি ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারীদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সকাল ৯টায় আগারগাঁওয়ের বাংলাদেশ–চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার পিংকি বেগমের হাতে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :