
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে গুরুতর জখম হয়েছেন বাছেদ পাটোয়ারী নামের এক কৃষক চাচা। এ ঘটনায় তার পরিবারের আরও তিনজন সদস্য আহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের করিমপাড়া বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষক বাছেদ পাটোয়ারীর ছেলে রিয়াজ পাটোয়ারী বলেন, আমার চাচাতো ভাই ইউসুফ পাটোয়ারী (৩৮) আমাদের বাড়ির আঙিনার নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে আমার বাবা বাধা দেন। এ সময় কথার কাটাকাটির এক পর্যায়ে ইউসুফের নেতৃত্বে তার ভাই ইব্রাহিম ও রুবেল এবং মা শাহিনুর বেগম মিলে ধারালো দা দিয়ে আমার বাবাকে কুপিয়ে জখম করে। এতে আমার বাবা গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, আমরা বাধা দিতে গেলে তারা লাঠিসোটা দিয়ে আমাদের ওপরও হামলা চালায়। এতে আমি, আমার ভাই সিরাজ ও মা মমতাজ বেগমও আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আমার বাবার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই পরিবারের মধ্যে আগে থেকেই জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ইউসুফ ও তার ভাইরা গাছের দিকে এগিয়ে গেলে বাছেদ পাটোয়ারী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বাছেদের ওপর হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনার পর অভিযুক্তরা নিজেদের রক্ষা করতে হাসপাতালে ভর্তি হওয়ার নাটক করে সেখানে অবস্থান নিলেও প্রকৃতপক্ষে তারা চিকিৎসা নিচ্ছেন না, বরং প্রকাশ্যে এলাকায় ঘোরাঘুরি করছেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ইউসুফ পাটোয়ারী বলেন, আমার চাচা বাছেদ পাটোয়ারী আমাদের জমিতে ঢুকে নারিকেল পাড়তে গিয়েছিলেন। আমি বাধা দিলে তারা আমাকে গালাগাল ও ধাক্কাধাক্কি করে। আত্মরক্ষার্থে ধস্তাধস্তি হয়, এতে দুই পক্ষই আহত হয়। আমরা কাউকে কুপাইনি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন,ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :