সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

বিএনপি নেতা সিদ্দিক উল্লাহ মিয়ার উদ্যোগে রাস্তা সংস্কার, বদলে গেল এক গ্রামের চিত্র


Songbad Times প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন /
বিএনপি নেতা সিদ্দিক উল্লাহ মিয়ার উদ্যোগে রাস্তা সংস্কার, বদলে গেল এক গ্রামের চিত্র

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। স্থানীয় মানুষের দীর্ঘ প্রতীক্ষা শেষে সম্প্রতি পাটোয়ারী বাড়ি মোড় থেকে ডুবাই বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করে দিয়েছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, রাস্তা মেরামতের ফলে গ্রামের মানুষের মুখে ফিরেছে হাসি। প্রায় ৩০০ পরিবারের এই জনপদে আগে বর্ষাকালে চলাচল ছিল দুঃসাধ্য। এখন শুকনো মৌসুমে ধুলোবালির ঝামেলা নেই, বর্ষায়ও সহজে যাতায়াত সম্ভব হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাকসুদ হাওলাদার বলেন, “আগে এই রাস্তায় কাদা-পানিতে চলাচল করা ছিল দুর্ভোগের নামান্তর। এখন রাস্তাটা সংস্কার হওয়ায় মনে হচ্ছে নতুন জীবন শুরু হয়েছে।”

তোফাজ্জল হোসেন জানান, “সিদ্দিক উল্লাহ মিয়া শুধু রাস্তা তৈরি করেননি, মানুষের মনে আশা ফিরিয়ে দিয়েছেন। তাঁর মতো মানুষই সমাজের প্রকৃত সম্পদ।”

যুবক আনোয়ার হোসেন বলেন, “এই রাস্তাটা এখন আমাদের গ্রামের প্রাণ। বাজারে ফসল নিতে কিংবা অসুস্থ মানুষ হাসপাতালে পৌঁছাতে অনেক সহজ হয়েছে। এটি কেবল রাস্তা নয়, উন্নয়নের প্রতীক।”
আনোয়ারের স্ত্রী মনিজা বেগম যোগ করেন, “আগে বর্ষায় হাঁটু পর্যন্ত কাদা হতো, বাচ্চাদের নিয়ে বের হওয়া যেত না। এখন বর্ষাতেও স্বস্তি মিলছে।”

এ বিষয়ে অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, “চরফ্যাশন উপজেলার প্রায় ৫০ কিলোমিটার কাঁচা রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছি। রসুলপুরের এই দুই কিলোমিটার তার একটি অংশ। মানুষের কল্যাণে কিছু করতে পারলেই সেটাই আমার প্রকৃত প্রাপ্তি। এই কাজ হয়েছে জনগণের ভালোবাসা ও সহযোগিতায়।”

স্থানীয়দের মতে, এ রাস্তা সংস্কারের ফলে এলাকার যোগাযোগ, কৃষি ও শিক্ষাক্ষেত্রে নতুন প্রাণ ফিরেছে। পাকা রাস্তা হলে এই পরিবর্তন আরও স্থায়ী হবে বলে আশা করছেন সবাই।

এসটি/এম