
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে চরফ্যাশন উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার সদর রোডের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় চরফ্যাশন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজীর নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হয়। উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, মুক্তার চৌকিদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সিরাজসহ উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে জনগণকে বিএনপির ঘোষিত আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
এসটি/এম
আপনার মতামত লিখুন :