সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে মৎস্য অভিযানে জেলেদের হামলা, আহত ৬


Songbad Times প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ১০:২৭ অপরাহ্ন /
চরফ্যাশনে মৎস্য অভিযানে জেলেদের হামলা, আহত ৬

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের হামলায় ভোলার চরফ্যাশনে অভিযানকারী দলের ৬ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার স্লুইসগেট এলাকায়।

অভিযান পরিচালনার সময় হঠাৎ কিছু জেলে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে বোট স্টাফ সুমন (২১), রাসেল (২৫), বাচ্চু (৩৩)সহ মোট ছয়জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ মো. আলমগীর নামের এক জেলেকে আটক করে। পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে বাধা সৃষ্টি ও হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় গত কয়েকদিনে আরও ১৬ জন জেলেকে আটক করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভীর আহমেদ।