বিনোদন ডেস্ক॥ভারতীয় তেলুগু ও তামিল ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন সামান্তা রুথ প্রভু।ভারতের তামিলনাড়ু রাজ্যে বেড়ে ওঠা এই অভিনেত্রীর সাথে ২০১৭ সালে তেলুগু সিনেমার অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন।
কিন্তু ২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয়। গুঞ্জন আছে, অভিনেতা শোভিতা ধুলিপালার প্রতি নাগার আসক্তিই ছিল সেই ডিভোর্সের মূল কারণ। পরবর্তীতে সেই শোভিতাকেই বিয়ে করেন নাগ।
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের কঠিনতম সময় পার করেছেন সামান্থা রুথ প্রভু। একদিকে ডিভোর্স, অন্যদিকে ‘মায়োসিস’ নামের বিরল অসুস্থতা দুই দিক থেকেই ভেঙে পড়েছিলেন তিনি। তবু থেমে থাকেননি। আবারও নিজেকে গুছিয়ে নিয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী।
গুঞ্জন রটেছে নতুন করে প্রেমে পড়েছেন সামান্থা। যার কেন্দ্রে রয়েছেন পরিচালক রাজ নিদিমোরু।‘সিটাডেল: হানি বানি’ সিরিজে কাজ করতে গিয়েই নাকি এই বন্ধুত্ব গাঢ় হয়। এরপর থেকেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে নানা জায়গায়।
সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি এখনও। তবে সামান্থার ইনস্টাগ্রামে এক ছবি নতুন করে উস্কে দিয়েছে গুঞ্জন। এক ফ্লাইট ভ্রমণের সময় রাজের কাঁধে মাথা রেখে তোলা সেই ছবিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
এবার সামান্থার ঘনিষ্ঠ এক সূত্র জানাচ্ছেন, সামান্থা ও রাজ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের কথা ভাবছেন না তারা। বরং লিভ ইন করতেই আগ্রহী। ইতিমধ্যেই নতুন করে ঘর খোঁজা শুরু করেছেন।
প্রসঙ্গত ২০১৫ সালে পরিচালক শ্যামলী দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ নিদিমোরু। তার সেই সম্পর্ক ভেঙে যায় ২০২২ সালে।
এসটি/এমএইচ
আপনার মতামত লিখুন :