জরুরী নাম্বার সমূহ :

সিলেট থেকে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট


Songbad Times প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১১:০৪ অপরাহ্ন /
সিলেট থেকে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট

নিউজ ডেস্ক॥সিলেট থেকে মদিনার উদ্দেশে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

এ বছর সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার করা হচ্ছে। এর মধ্যে প্রথম ফ্লাইট গেল সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। এছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা।

এ বছর সিলেট থেকে ২ হাজার ৭শ জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে।

এ অঞ্চলের হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সিলেটের তিনটি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এবারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজযাত্রীরা। তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুই দেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

এসটি/এমএইচ