জরুরী নাম্বার সমূহ :

১৪ জুলাই স্মরণে মধ্যরাতে রাজপথে ঢাবি নারী শিক্ষার্থীরা


Songbad Times প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৫, ৩:২৬ পূর্বাহ্ন /
১৪ জুলাই স্মরণে মধ্যরাতে রাজপথে ঢাবি নারী শিক্ষার্থীরা

গণঅভ্যুত্থানের ১৪ জুলাই স্মরণে মিছিল নিয়ে রাজপথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

সোমবার (১৪ জুলাই) রাত ১২টার দিকে রোকেয়া হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে অন্য হলের ছাত্রীদেরও উপস্থিতি দেখা যায়।

গত বছরের ১৪ জুলাই বিকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উদ্দেশে বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর প্রতিবাদে সেদিন রাতেই উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নারী হলের শিক্ষার্থীরা গেট ভেঙে মিছিল নিয়ে বের হয়ে আসেন। কেউ কেউ রান্নার পাতিল, চামচ, এমনকি আসবাবপত্র হাতে নিয়েই রাজপথে নেমেছিলেন।

এক বছর পর, ওই স্মৃতিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছেন। রোকেয়া হল থেকে মিছিল শুরু করে ছাত্রীরা রাজু ভাস্কর্যের সামনে গিয়ে জড়ো হন। এ সময় ‘তুমি কে, আমি কে – রাজাকার, রাজাকার’ স্লোগানে মুখর হয়ে উঠে ঢবি ক্যাম্পাস। রোকেয়া হল ছাড়াও সুফিয়া কামাল হলসহ অন্য নারী হলের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে যোগ দেন।

শিক্ষার্থীদের জন্য রাজু ভাস্কর্যের সামনে কনসার্টের আয়োজন করা হয়েছে। মিছিল ও সমাবেশে অংশ নিতে সারারাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোর গেট খোলা রাখা হয়েছে।

এসটি/এমএ