জরুরী নাম্বার সমূহ :

সেমিফাইনালের আগেই বিদায় বাংলাদেশের


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন /
সেমিফাইনালের আগেই বিদায় বাংলাদেশের

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। তাই সেমির টিকিট পেতে আজকের ম্যাচে জয়ের পাশাপাশি মেলাতে হতো নেট রানরেটের কঠিন সমীকরণও।

কিন্তু এসবের কিছুই করতে পারেনি টাইগার যুবারা। গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ।

শনিবার ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’। দলের হয়ে হয়ে ৩৮ বলে ৫০ রান করেন জিশান আলম।

জিসান উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। আফিফ হোসেন ২৩ বলে ৪৯ রান করেছেন অপরাজিত থাকেন। ইয়াসিরে আলী ১৫ বলে করেন অপরাজিত ২৫ রান। ১৭ বলে ১৫ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম।

টার্গেট তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যাডিলেডের ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি। তিনি ৫৩ বলে অপরাজিত ১০২ রান করেছেন।

আরেক ওপেনার জ্যাক উইন্টার ৩৫ বলে ৩৫ রান। এছাড়া ১৪ বলে অপরাজিত ২৫ রান করেছেন হ্যারি মেন্নাতি। বাংলাদেশের হয়ে ২৮ রানে ২ উইকেট পেয়েছেন সাইফ হাসান।

এসটি/এম