
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরধীন (টেকাব দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্স পরিদর্শন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা হলরুমে অবহিতকরণ সভা শেষে যুব উন্নয়নের প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ,যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (কম্পিউটার) মো. মোস্তাক হোসেনসহ যুব উন্নয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি প্রশিক্ষণের মান, উপস্থিতি ও পাঠ্যসূচি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন যুবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণ যুবকদের আত্মকর্মসংস্থান ও চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে বেকারত্ব হ্রাস করা। টেকাব প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরিদর্শনকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।
তারা জানান, এই দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা বাস্তব জীবনে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। স্থানীয়ভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমকে যুবসমাজের জন্য একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :