প্রথমবারের মতো বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার দল ঢাকা ক্যাপিটালস। দলটি আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আসরের অন্যতম সফল দল রংপুর রাইডার্সের বিপক্ষে।
আরও পড়ুন:বিপিএলে মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে হারল রাজশাহী
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দলটি টস জিতে শুরুতে রংপুরকে ব্যাট করতে পাঠিয়েছে। বেছে নিয়েছে রান তাড়া করা।
ঢাকার অধিনায়ক লংকান সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা। তার নেতৃত্বে খেলবেন লিটন দাসের মতো অভিজ্ঞ দেশি ক্রিকেটাররা। অন্যদিকে রংপুর রাইডার্সের নেতৃত্ব থাকবে নুরুল হাসান সোহানের কাঁধে। কদিন আগেই গ্লোবাল সুপার লিগে শিরোপা জিতে এসেছে দলটি। এবার দলটির লক্ষ্য বিপিএল শিরোপা ঘরে তোলা।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, স্টিফেন ইসকিনাজি, হাবিবুর রহমান, মুস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আমির হামজা, ফারমানুল্লাহ, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম ও আলাউদ্দিন বাবু।
রংপুর রাইডার্স: অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর, খুশদীল শাহ, নুরুল হাসান (অধিনায়ক), ইফতেখার আহমেদ, রাকিবুল হাসান, সাইফ হাসান, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, নাহিদ রানা।
এসটিপি/এমএইচ
আপনার মতামত লিখুন :