জরুরী নাম্বার সমূহ :

যুক্তরাজ্যের উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন


Songbad Times প্রকাশের সময় : মে ২১, ২০২৫, ১০:১০ অপরাহ্ন /
যুক্তরাজ্যের উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক॥‘সাবা’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার সিনেমাটিতে অভিনয়ের জন্য যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

এর আগে ‘সাবা’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে যাত্রা শুরু করে, এরপর বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাসসহ একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে স্থান পায়। তবে রেইনড্যান্স উৎসবটি মেহজাবীনের কাছে বিশেষ, কারণ এবার তিনি শুধু একটি চলচ্চিত্রের প্রতিনিধি নন—একজন প্রতিযোগী অভিনেত্রী হিসেবে সরাসরি লড়ছেন।

মনোনয়ন প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে, আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।’

বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক। এটা তো কেবল শুরু। বাংলাদেশ যেমন এবারও কান চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেছে, অচিরেই আমাদের প্রতিভার ছাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। আমাদের ইন্ডাস্ট্রির সদস্যদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করি, যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি আরও বড় হতে পারে।’

রেইনড্যান্স উৎসবের অফিসিয়াল তথ্যমতে, ‘সাবা’ প্রদর্শিত হবে ন্যারেটিভ ফিচার বিভাগে। প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করে পরিচালক মাকসুদ হোসাইন পেয়েছেন মনোনয়ন, একইসঙ্গে সিনেমাটি ডিসকভারি অ্যাওয়ার্ড বিভাগেও মনোনীত হয়েছে। পরিচালক মাকসুদ হোসাইনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেহজাবীন।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়ালেও ‘সাবা’ এখনো বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

এসটি/এমএইচ