ভোলা প্রতিনিধি॥ গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিলিছ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত শাকিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য জাকারিয়া বেলাল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলে করীম ছোটনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
এ দিকে সন্ধ্যায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজি নেতৃত্বে শহরের সার্কুলার রোড এলাকা থেকে অপর একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হারুন অর রশীদ ট্রুম্যান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লোকমান গোলদার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, পৌর ছাত্রদলে সদস্য রুহুল আমিন, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, যারা দীর্ঘদিন গুপ্ত সংগঠন ও গুপ্তচর হিসাবে ছিল। ওই রাজাকারের বাচ্চারা স্বৈরাচারের দোষরদের নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ স্বৈরাচার ও রাজাকার মিলেমিশে একাকার হয়ে গেছে। দেশে একাধিক হত্যাকা- ঘটেছে, কিন্তু বট বাহিনী শুধু একটির বিচার চায়। এজন্য আন্দোলন করছে, ফেসবুকে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। অথচ ছাত্রদল সবগুলো হত্যার বিচার ও সকল অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :