জরুরী নাম্বার সমূহ :

বাউফলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মত বিনিময়


admin প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন /
বাউফলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মত বিনিময়

মো.দুলাল হোসেন,বাউফল(পটয়াখালী)॥পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, সহ সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডেইলি নিউ নেশন প্রতিনিধি মো. মঞ্জুর মোর্শেদ, নির্বাহী সদস্য দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক মাই টিভি প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. মনিরুজ্জামান হিরোন, বাউফল প্রেসক্লাব সদস্য দৈনিক বাংলাদেশ বানী প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি নাজিম উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক অপরাধ অনুসন্ধান প্রতিনিধি মোসা: কোহিনুর বেগম, প্রেসক্লাব সদস্য দৈনিক জনতা প্রতিনিধি জহিরুল হক ভূঁইয়া, দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি অহিদুজ্জামান সুপন, ভোরের আকাশ প্রতিনিধি মো. ফিরোজ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক ইউসুফ সেন্টু(দিনকাল), সহকারি অধ্যাপক মো.খলিলুর রহমান (দৈনিক সাথী), বাউফল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. পিয়াল হাসান(সময়ের আলো), মো. হুমায়ুন কবির(বিপ্লবী বাংলাদেশ )সাংবাদিক জিএম ফোরকান, মো. মাসুম বিল্লাহ(আমার বার্তা) মো.আমির হোসেন(আজকালের কন্ঠ), তহিদুল ইসলাম উজ্জল, মো.দুলাল হোসেন(ভোরের দর্পণ)।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, বাউফল উপজেলায় আমি নতুন যোগদান করেছি। একটি উপজেলায় সমস্যা এবং সম্ভাবনা দু’টিই থাকে।

উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান এবং সম্ভাবনা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বাউফল উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এসটি/এমএইচ