
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের সংবাদ প্রকাশের জেরে মাইটিভির বাউফল প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউক প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেসের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ পৌরশহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খানের ছেলে মো. সোহাগ খান (৩০) ও ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকদারের ছেলে বেল্লাল সিকদার (২৮)-কে ইয়াবা বিক্রির সময় ২০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তাদের ফোনে যোগাযোগ করা কয়েকজন সন্দেহভাজন ক্রেতাকেও পুলিশ আটক করেছিল, তবে প্রমাণ না পাওয়ায় পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর “বাউফল ফেস” নামের একটি ফেসবুক আইডি থেকে সংবাদটি বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়। এর পরপরই অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি সাংবাদিক অহিদুজ্জামান ডিউকের ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে সংবাদটি সরিয়ে নিতে হুমকি দেয়।
পরে গভীর রাতে মুখোশ পরা কয়েকজন যুবক ডিউকের বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। তারা বলেন, শহর ছেড়ে চলে না গেলে পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করা হবে।
সাংবাদিক অহিদুজ্জামান ডিউক বলেন,“ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারের সংবাদ প্রকাশের পর থেকেই আমি ও আমার পরিবার ভয়ভীতিতে আছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে।”
এ বিষয়ে বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন,“সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছি।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, “হুমকির বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসটি/এম
আপনার মতামত লিখুন :