জরুরী নাম্বার সমূহ :

বাউফলে গনপিটুনিতে ০১ ডাকাত নিহত


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন /
বাউফলে গনপিটুনিতে ০১ ডাকাত নিহত

পটুয়াখালীর বাউফলে পরাপর দুই বাড়ীতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালানোর সময় গণপিটুনিতে ১জন মারা গেছেন ও আহত ১ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকার হাওলাদার ও জোমাদ্দার বাড়ীতে এ ঘটনা ঘটেছে। ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয় দুই ডাকাতকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর এলাকার বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জোমাদ্দারের বাড়ীতে গভীর রাতে হানা দেয় ডাকাতদল।

০৫ জন ডাকাত বাসার ভিতরে প্রবেশ করে বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন। পরে স্থানীয়রা ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুজনকে আটক করে। কিন্তু দলের অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটক দুই ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায় উজ্জল (৩৫) ও আহত রাজীব জোমাদ্দার (৩০) কে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গ্রেফতারকৃত আহত রাজীব জোমাদ্দার বলেন, তার বাবার নাম আবদুস সত্তার জোমাদ্দার, গ্রামের বাড়ী মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে। নিহত উজ্জ্বলের বাড়ী বাউফলে। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আহত নিহত দুইজনই পুলিশ হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।  দ্রুত সময়ের মধ্যেই ডাকাত চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে।

এসটি/এম