সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


Songbad Times প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন /
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মোঃ রাসেদ, আমার বাসা নয়ানীগ্রাম লালমোহন-(ভোলা)। সম্প্রতি গত (১১ নভেম্বর মঙ্গলবার) কিছু অনলাইন নিউজ পোর্টালে ছেলের অত্যাচারে মৃত্যুর অপেক্ষায় ক্যান্সার আক্রান্ত বাবা এই শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

ওই সংবাদের মাধ্যমে আমাকে মিথ্যা ও কাল্পনিক তথ্যের মাধ্যমে মানহানি করার চেষ্টা করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবে’ই সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রকাশিত প্রতিবেদনে আমার নামটি উল্লেখ করে লিখা হয়েছে বাবা-মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে আমাকে অভিযুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমার বাবা মোঃ আবুল কাশেম মিয়া দীর্ঘদিন অসুস্থ থাকলেও আমি নিয়মিতভাবে তার খোঁজখবর রেখেছি এবং চিকিৎসার বিষয়েও সহায়তা করে আসছি। জমি বিক্রির ব্যাপারে বাধা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, সেটিও সত্য নয়। কারণ আমার বাবা আমাদের পুরোনো বাড়ির সব কিছু বিক্রি করে দিয়েছে দুই বছর আগেই। এখন আমার বসতভিটা ছাড়া আর কোনো যায়গা জমি নেই। বর্তমানে আমার বাবা-মা ও আমার কাছে’ই রয়েছে এবং আমার বোন ও তার স্বামী সন্তান সহ তারা আমার বাড়িতে’ই থাকে। আমি মনে করি, কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে সংবাদটি প্রকাশ করিয়েছে।

এতে আমার সামাজিক মর্যাদা ও পারিবারিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে বিনীতভাবে অনুরোধ করছি, ভবিষ্যতে যাচাই-বাছাই না করে এমন বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি।

এসটি/এম