পটুয়াখালীর বাউফলে নিখোঁজের দুই দিন পর উর্মী আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নারায়নপাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উর্মী আক্তার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের কৃষক নজরুল ইসলাম বয়াতীর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় উর্মী। এরপর আর ফিরে আসেনি। পরিবার সর্বত্র খুঁজেও কোনো সন্ধান পায়নি। শনিবার ভোরে উর্মীর মামা সবুজ মিয়া নারায়নপাশা নদীর পাশের স্লুইসগেট এলাকায় মাছ ধরার জাল তুলতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি উর্মীর বলে শনাক্ত করেন।
নিহতের মা আমেনা বেগম বলেন, “আমার তিনটা মেয়ে, দুইজনকে বিয়ে দিয়েছি। উর্মী ছোট মেয়ে, সেই রাতে আমার সাথেই ঘুমাচ্ছিলো। রাত ১টার দিকে ঘুম ভাঙার পর ওকে আর দেখতে পাইনি।”
বাবা নজরুল ইসলাম বলেন, “দুই দিন ধরে সর্বত্র খুঁজেছি, কোনো খোঁজ পাইনি। আজ মেয়ের মরদেহ পেলাম।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “মেয়েটি নিখোঁজ হলেও পরিবার থানায় কোনো সাধারণ ডায়রি বা অভিযোগ করেনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।”
এসটি/এম
আপনার মতামত লিখুন :