ভোলা প্রতিনিধি॥চরফ্যাসন-মনপুরা নিয়ে ভোলা-৪ আসন। এই আসনে বিএনপির হালা ধরতে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো নিজের এলাকা ভোলার চরফ্যাসন ও মনপুরায় দু’দিনের সফরে আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুত নিয়েছে চরফ্যাসন-মনপুরার কয়েক লক্ষ মানুষ। উচ্চাশিত নেতাকর্মীরা তার আগমনকে ঘিরে বের করছেন দফায় দাফায় আনন্দ মিছিল।আনন্দ উল্লাসে মেতেউঠেছে নেতাকর্মরীরা। দুই উপজেলায় চলছে সাজসাজ রব।
চরফ্যাসন উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ চরফ্যাসন-মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছে চরফ্যাসন ও মনপুরা বিএনপি। এ উপলক্ষে ২৭ জানুয়ারি দুপুরে চরফ্যাসন ও ২৮ জানুয়ারি দুপুরে মনপুরায় সফর করবেন এ যুবনেতা।
চরফ্যাসন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স জানান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন চরফ্যাসনে আগমন উপলক্ষে অনেক আগে থেকেই বিএনপির পক্ষ থেকে ব্যাপক নেয়া হয়েছে।উপজেলা ২১ইউনিয়ে করা হয়েছে প্রস্তুতি সভা করেছেন উপজেলা শহর থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, নুরুল ইসলাম নয়ন ভাই ঢাকা থেকে বরিশাল আসবেন। সেখান থেকে সোমবার ২৭ জানুয়ারী সকালে সড়ক পথে চরফ্যাসন এসে উপস্থিত হবেন। দুপুরে চরফ্যাসন উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনায় অংশ গ্রহণ করবেন। রাতে নিজ বাড়িতে রাত্রী যাপন করেবেন। ২৮ জানুয়ারী মনপুরা উপজেলা বিএনপির কর্মসূচিতে অংশ গ্রহন করে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
এসটি/এমএইচ
আপনার মতামত লিখুন :