জরুরী নাম্বার সমূহ :

ঢাকায় এসিসির মিটিং, অংশ নেবে ভারত-পাকিস্তানসহ সব দেশ


Songbad Times প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ন /
ঢাকায় এসিসির মিটিং, অংশ নেবে ভারত-পাকিস্তানসহ সব দেশ

এশিয়া কাপের এবারের আসরের আয়োজক ভারত। চলতি বছরের সেপ্টেম্বরে হবে এশিয়ান ক্রিকেটের এই সবচেয়ে বড় আসর। তবে টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফরে যাওয়া নিয়ে অনিশ্চিত।

এশিয়া কাপে পাকিস্তানের খেলা এবং ভেন্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ২৪ জুলাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। তার আগে ২৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে এসিসির এজিএম। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মাদার ক্রিকেট বডি এশিয়ার। এর আগে আমরা কখনো এসএসসির কোনো বড় মিটিং হোস্ট করিনি।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘২৩ তারিখ অফিসিয়াল ডিনার এবং ২৪ তারিখে এসএসসির এজিএম হবে ঢাকাতে। সেখানে অলমোস্ট সব দেশ অংশগ্রহণ করবে। এটা আমাদের জন্য একটি বড় পাওয়া, এখনো পর্যন্ত সব ঠিক আছে। পরবর্তীতে বাকি তথ্য পেয়ে যাবেন।’

এসটি/এম