সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নারী দালালকে আটকের পর জরিমানা


Songbad Times প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন /
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নারী দালালকে আটকের পর জরিমানা

‎ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তার স্বজনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে আছমা বেগম (২৬) নামে এক নারী দালালকে আটকের পর জরিমানা করা হয়েছে।

‎সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল চত্বর থেকে নৌবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎আটক আছমা বেগম চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.ইউসুফের স্ত্রী।

‎চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, চরফ্যাশন হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাসপাতালের পরিবেশ নষ্ট করে সাধারণ রোগীদের হয়রানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

‎এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাকসহ নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসটি/এম