চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ অভিযান পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমেদ, দুলারহাট থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাছির আহাম্মেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে শরীফপাড়ায় এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার নির্বাচনী কার্যালয়ের সামনে শতাধিক মানুষের মাঝে বিভিন্ন প্রকার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মাসব্যাপী নানা সামাজিক ও মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :