
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥দৈনিক স্বাধীন সময় ও আজকের প্রবাহ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মিজান বকসি)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্প্রতি ‘শাহাবুদ্দিন শুভ’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিজান বকসির বিরুদ্ধে তার জমিতে ঘরবাড়ি নির্মাণে বাধা প্রদান ও ৫ লাখ টাকা চাঁদা দাবির মতো মিথ্যা অভিযোগ ছড়ানো হয়।
বাস্তব তথ্যানুসারে জানা যায়, শাহাবুদ্দিন ২০২০ সালে মিজান বকসির কাছ থেকে সংশ্লিষ্ট জমিটি ক্রয় করেন এবং সে সময় জমি যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি পথ না রেখে জোরপূর্বক পিছনের জমিতে কাজ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেন সায়েদ মিয়া বিষয়টি মীমাংসা করে দেন। পরবর্তীতে শাহাবুদ্দিন উক্ত জমি অধিক মূল্যে বিক্রি করে দেন।
তবে গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে রাতে শাহাবুদ্দিন শুভ হঠাৎ ফেসবুকে মিজান বকসির বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তিমূলক পোস্ট দেন।
স্থানীয় জনগণ ও সহকর্মীরা জানিয়েছেন, মিজান বকসি একজন সৎ, বিনয়ী, ভদ্র মানুষ— পাশাপাশি শিক্ষক ও সাংবাদিক হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন। তাঁর মতো একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর।
মিজান বকসি ইতোমধ্যে উক্ত ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মিথ্যা তথ্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :