আসন্ন ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে দলটির পক্ষ থেকে দেশব্যাপী প্রচার-প্রচারণা চলছে। এরই অংশ হিসেবে চরফ্যাশন পৌর জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বাদ আসর খাসমহল জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন পৌর জামায়াতের আমীর অধ্যাপক মামুন আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর এবং ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে দলটির সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন।
বক্তারা বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পথসভায় অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, “জাতীয় নির্বাচনের পূর্বে পূর্ববর্তী সময়ের সকল গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। পাশাপাশি একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারলেই জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
তিনি সকল রাজনৈতিক দলকে শালীনতা বজায় রেখে মত প্রকাশের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মীর শরীফ হোসেন বলেন, “জামায়াতের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে আগামী ১৯ জুলাই ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ করতে হবে।”
মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় প্রতীক দাড়িপাল্লা বহন করে উপস্থিত ছিলেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :