জরুরী নাম্বার সমূহ :

চরফ্যাশনে জমিজমা বিরোধে হামলায় ৩ জন আহত করার অভিযোগ


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ১১:২২ অপরাহ্ন /
চরফ্যাশনে জমিজমা বিরোধে হামলায় ৩ জন আহত করার অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব আবুল কাসেম সর্দারের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মৃত সেফের আলী সর্দারের ছেলে রুমিজ সর্দার (৫৫), বশির সর্দার (৪৫) ও জসিম সর্দার (৪০) রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী রুমিজ সর্দার অভিযোগ করে বলেন, তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে ওই বসতবাড়ি ভোগদখল করে আসছেন। কিন্তু সরকার পতনের পর থেকে কামরুল সর্দার ও শাখাওয়াত সর্দার বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হলেও শনিবার সকালে কামরুল ও শাখাওয়াতের নেতৃত্বে স্বপন সর্দার, কাকন হাওলাদারসহ ২০–২২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালালে তারা তিন ভাই গুরুতর আহত হন।

অন্যদিকে কামরুল সর্দার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ছোট ভাই আমাদের নারিকেল গাছের নারিকেল পাড়তে গেলে রুমিজ সর্দার ও তার ভাইয়েরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদেরও তিনজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি।”

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসটি/এম