
ভোলা জেলার চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হরযত আলী হিরনকে নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা প্রতিনিধি ইউনুছ শরীফের প্রকাশিত তথ্যহীন, অসত্য ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরফ্যাশনের আইনজীবী, বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
আইনজীবীরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশিত এই সংবাদ কেবল অ্যাডভোকেট হিরনের ব্যক্তিগত ভাবমূর্তিই নষ্ট করেনি, বরং সমগ্র আইনজীবী সমাজকেও অসম্মানিত করেছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স ও সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল জানান, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের শিকার হয়েছেন অ্যাডভোকেট হিরন। এই সময়ে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল ১৮টি মিথ্যা ও গায়েবি মামলা। এমনকি ছাত্রদল নেতা রাজ্জাক হত্যা মামলায় চার্জশিটের বিরুদ্ধে না-রাজি আবেদন করার মতো ঝুঁকিপূর্ণ মুহূর্তে যখন কোনো আইনজীবী সাহস দেখাতে রাজি হননি, তখন হিরন জীবনবাজি রেখে আদালতে পিটিশন দাখিল করেছিলেন। সেই সময় ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুর দুয়ার থেকেও ফিরে আসেন।
বর্তমানে চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিরপেক্ষ থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন। তার পেশাগত সততা ও সাহসিকতার স্বীকৃতি ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
চরফ্যাশনের আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, “আমার দেশ প্রতিনিধি কর্তৃক প্রকাশিত এই মিথ্যা সংবাদ ন্যায়বিচারের পথে অন্তরায় এবং একজন সৎ, নির্ভীক ও ন্যায়পরায়ণ আইনজীবীর মর্যাদা ক্ষুণ্ণ করার ঘৃণিত প্রচেষ্টা।”
তারা ভবিষ্যতে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান।
এসটি/এম
আপনার মতামত লিখুন :