জরুরী নাম্বার সমূহ :

এক ম্যাচে ছক্কার রেকর্ড ভাঙল ২ বার, ইতিহাসের পাতায় তামিম-ইমন


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:১২ অপরাহ্ন /
এক ম্যাচে ছক্কার রেকর্ড ভাঙল ২ বার, ইতিহাসের পাতায় তামিম-ইমন

রেকর্ডটা খুব বেশি দিন আগের নয়। এই গেল বছর গড়া হয়েছিল। তবে সে রেকর্ডটা ভেঙে গেল আজ। ভাঙলেন পারভেজ হোসেন ইমন। একটা ব্যারিয়ার ভেঙে গেলে নাকি তা বার বার ভাঙে, সে কথার যথার্থতা প্রমাণ করলেন তারই ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিম। ছক্কার রেকর্ডটা এক ম্যাচে ভাঙলেন দ্বিতীয় বারের মতো। তাতেই ইমন-তামিম উঠে গেলেন ইতিহাসের পাতায়।

ইনিংসের চতুর্থ ওভারে পল ফন মিকেরেনকে ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। রেকর্ডে আগেই ভাগ বসিয়ে রেখেছিলেন তিনি। বাংলাদেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা ছিল ২১ ছক্কার, গেল বছর তাওহীদ হৃদয় আর জাকের আলী হাঁকিয়েছিলেন ২১টি করে ছক্কা, চলতি বছর তানজিদ হাসান তামিমও একই সংখ্যক বার সীমানাছাড়া করেছেন বল। মিকেরেনকে মারা ওই ছক্কায় সে রেকর্ডটা একান্তই নিজের করে নেন ইমন।

তবে তিনি বিদায় নেন পাওয়ারপ্লের শেষ ওভারে। তাই তার খাতাটা ওখানেই বন্ধ হয়ে যায়। কিন্তু তানজিদ হাসান তামিমের খাতাটা কিন্তু খোলাই ছিল। তিনি সেটা কাজেও লাগালেন। ইনিংসের ৯ আর ১২তম ওভারে তিনি ম্যাক্স ও’ডাউডকে হাঁকালেন দুটো ছক্কা।

আর তাতেই রেকর্ডটা এসে লুটিয়ে পড়ল তার পায়ে। ২০২৫ পঞ্জিকাবর্ষে এখন তার ছক্কার সংখ্যা ২৩টি। বাংলাদেশের হয়ে এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা এখন তারই।

তামিম অবশ্য থামেননি। বাংলাদেশের জয় নিশ্চিত করে তবেই ফিরেছেন ড্রেসিং রুমে, তাতে টানা তৃতীয় সিরিজ জয়টাও নিশ্চিত হয়ে গেছে দলের। পথিমধ্যে তিনি পেয়ে গেছেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটির দেখা, শেষ পাঁচ ইনিংসে যা তার তৃতীয়।

এশিয়া কাপ সামনে। তার আগে দলের টানা তিন সিরিজ জয়, শীর্ষ ওপেনারের শেষ পাঁচ ইনিংসে দুই ফিফটি, সঙ্গে দুই ওপেনারের এমন রেকর্ডের ‘প্রতিযোগিতা’ নিশ্চয়ই দলকে খানিকটা স্বস্তিই দেবে!

এসটি/এম