জরুরী নাম্বার সমূহ :

আমাদের সময় প্রায় শেষ, তোমাদের শুরু: মঈন খান


Songbad Times প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন /
আমাদের সময় প্রায় শেষ, তোমাদের শুরু: মঈন খান

নিউজ ডেস্ক॥বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকের প্রজন্মের ছেলে-মেয়েরাই আগামীদিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। সুতরাং তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানতে হবে। মনে রাখতে হবে, দেশটি তোমাদের (তরুণ)। আমরা কিন্তু চলে যাওয়ার পথে এবং আমাদের সময় প্রায় শেষ। আর তোমাদের সময় শুরু হচ্ছে।

তিনি বলেন, কাজেই সেকথা মনে রেখেই সামনে যে দায়িত্ব সেটি গ্রহণের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে। এই সময়টা যদি তোমরা (তরুণ) নষ্ট করো, পড়ালেখার পরিবর্তে রাস্তায় গিয়ে হৈ-হুল্লোড় করো তাহলে ভবিষ্যতে তোমাদের ওপর ১৮ কোটি মানুষের দেশকে পরিচালনার যে দায়িত্ব আসবে সেটি সঠিকভাবে পালন করতে পারবে না।

বুধবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানের আয়োজন করে মহানগরী সাংস্কৃতিক ফোরাম। ফোরাম সভাপতি ইউনূস তালুকদার রাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি দিয়ে মঈন খান বলেন, ছাত্রদের যে শক্তি আছে সেটি কিন্তু আমাদের নেই। এটি প্রকৃতির নিয়ম। বিগত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশের একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সেটার গৌরব তোমাদের। আমরা যা গর্বের সঙ্গে বলি। পাশাপাশি তোমরা জুলাই-আগস্টে যে দায়িত্ব পালন করেছো সেখানে আসার জন্যে বিগত ১৫ বছরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেশের গণতন্ত্রকামী মানুষ তৈরি করে দিয়েছে। তারা একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর লড়াই করেছে। এরপরই তোমরা এসে দেশকে স্বৈরাচারমুক্ত করেছো। কাজেই তোমরা যে গৌরবের অধিকারী হয়েছো সেটি তোমাদের ধরে রাখতে হবে।

এনবিআর বিলুপ্তি কসমেটিক সংস্কারমাত্র : এর আগে সকালে এক অনুষ্ঠানে অংশ নেন ড. মঈন খান। সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তিকে ‘কসমেটিক সংস্কার’ বলে মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক ও আইএমএফের প্রেসক্রিপশন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সবসময় ঠিক বুঝতে পারে না। ফলে তাদের টেক্সটবুক প্রেসক্রিপশনগুলোর তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার বাস্তব সমাধান দিতে পারবে না।

এসটি/এমএইচ